ইলিনয়েস অঙ্গরাজ্য এবং শিকাগোতে সেনা মোতায়ানের নির্দেশ দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইলিনয়েস রাজ্য প্রশাসন মামলা করেছে।
গত সোমবার ইলিনয়েসের উচ্চ আদালতে দায়ের করা মামলার বিষয়ে গভর্নর জে. বি. প্রিৎজকার এক সংবাদ সম্মেলনে বলেন, রাজ্য প্রশাসন মনে করছে, ট্রাম্পের সেনা মোতায়ানের সিদ্ধান্ত ‘অপ্রয়োজনীয়’ এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে ‘সামঞ্জস্যহীন’।
এর আগে ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইলিনয়েসে ন্যাশনাল গার্ডের ৩০০ সদস্য মোতায়নের নির্দেশ দেন। পরে টেক্সাস থেকে আরও ৪০০ সেনা সদস্যকে শিকাগো ও রাজ্যে মোতায়ন করতে বলেন।
ট্রাম্প বলেন, “অস্থিরতা ও বিদ্রোহ দমনের জন্য যুক্তরাষ্ট্রের সংবিধানে সেনা মোতায়নের বিধান আছে।” তিনি শিকাগোকে ‘যুদ্ধক্ষেত্র’ ও ‘নরকের গর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।
ইলিনয়েসের মেয়র প্রিৎজকার অভিযোগ করেন, ট্রাম্প সামরিক বাহিনীকে রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য ব্যবহার করছেন। ট্রাম্প এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, শিকাগোর অপরাধের হার অত্যন্ত বেশি এবং তারা বাস্তবতা উপলব্ধি করতে বাধ্য হবে।
সূত্র : রয়টার্স
সিএ/এমআর