মধ্যপ্রাচ্যের দুটি দেশে একই দিনে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। সৌদি আরবের হাররাত আল-শাকা এলাকার কাছে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার প্রভাবে পার্শ্ববর্তী এলাকাগুলোও সাময়িকভাবে কেঁপে ওঠে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) নিশ্চিত করেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪৩।
গালফ নিউজের বরাতে জানা যায়, শনিবার (২২ নভেম্বর) স্থানীয় সময় ভূমিকম্পটি রেকর্ড করা হয় এবং তা হাররাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর–পশ্চিমে অনুভূত হয়। অঞ্চলটি সৌদি আরবের মদিনা ও তাবুকের মধ্যে অবস্থিত, যেখানে আগ্নেয় লাভাখেত্র বিস্তৃত। হাররাত আল-শাকা সৌদির অন্যতম সুপরিচিত আগ্নেয়গিরির এলাকা, যা ভূতাত্ত্বিকভাবে সক্রিয় বলে বিবেচিত।
ভূমিকম্প পরবর্তী সময়ে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎসস্থল অগভীর হওয়ায় সামান্য কম্পন অনুভূত হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা।
একইদিন ইরাকেও ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পটি রিখটার স্কেলে ৫ দশমিক শূন্য ৯ মাত্রার ছিল বলে জানিয়েছে এসজিএস। তুলনামূলকভাবে শক্তিশালী এই কম্পনে সীমান্তবর্তী কিছু অঞ্চলে ভবন দুলে ওঠে এবং মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তবে হতাহতের কোনো তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি।
ভূমিকম্প দুটি এমন সময় ঘটেছে, যখন মধ্যপ্রাচ্যের একাধিক ভূমিকম্প সক্রিয় অঞ্চল ভূতাত্ত্বিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগ্নেয় এলাকা ও ভূগর্ভস্থ ফল্ট লাইন সক্রিয় থাকায় ভবিষ্যতে এ ধরনের ক্ষুদ্র ও মাঝারি মাত্রার ভূমিকম্প আরও ঘটতে পারে।
সূত্র: গালফ নিউজ
সিএ/এমআরএফ


