ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি সোমবার (১৩ অক্টোবর) থেকে শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ট্রাম্প জানান, হামাসের হাতে এখনো ২০ জনের বেশি ইসরায়েলি জিম্মি জীবিত এবং ২৮ জনের মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামাস জীবিতদের পাশাপাশি মৃতদের দেহাবশেষও ইসরায়েলের কাছে হস্তান্তর করবে। একই সঙ্গে ইসরায়েল তাদের কারাগারে থাকা দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। তবে এই বিনিময় প্রক্রিয়া একদিনে নাকি ধাপে ধাপে সম্পন্ন হবে, তা এখনও স্পষ্ট নয়।
তিনি বলেন, “আমি শুনেছি, ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে। গাজায় গত দুই বছর যা ঘটেছে, তা এক ভয়াবহ ট্র্যাজেডি।”
এর আগে ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। ইসরায়েল ও হামাস উভয় পক্ষই এতে সম্মতি জানায়। পরবর্তীতে ১০ অক্টোবর ইসরায়েলের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল পরদিন থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে। ওই অভিযান চলাকালীন গাজায় নিহত হন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।
সূত্র: দ্য গার্ডিয়ান
সিএ/এমআর