ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের ফিলিস্তিনি যুদ্ধে অংশনেয়া স্বেচ্ছাসেবীদের সংগঠন প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। তিনি ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার এক বিবৃতিতে এ স্বীকৃতি কে স্বাগত জানিয়ে বলেন,স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি আন্তর্জাতিক বৈধতার সঙ্গে ন্যায়সঙ্গত ও স্হায়ী শান্তি অর্জনের পথে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ। এই স্বীকৃতির ফলে ফিলিস্তিনী জনগণের ভূমি ও পবিত্র স্হানের অধিকার এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।