ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেছেন, পাকিস্তান সীমান্ত থেকে সন্ত্রাসী তৎপরতা অব্যাহত থাকলে ভারত কঠোর অবস্থান নেবে। তিনি বলেন, সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকরা একইভাবে বিবেচিত হবে এবং সন্ত্রাস মোকাবিলায় ভারতের অবস্থান ‘নিউ নরমাল’ হিসেবে কঠোর ও কার্যকর থাকবে।
সোমবার (১৭ নভেম্বর) এক মতবিনিময় অনুষ্ঠানে জেনারেল দ্বিবেদী আরও বলেন, আলোচনা ও সন্ত্রাস একসাথে চলতে পারে না। শান্তিপূর্ণ প্রক্রিয়ার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও সন্ত্রাস ও সহায়তাকারীদের জন্য কোনো ছাড় থাকবে না। তিনি অপারেশন সিন্দুরকে ‘৮৮ ঘণ্টার ট্রেলার’ হিসেবে উল্লেখ করে বলেন, ভারত যে কোনো পরিস্থিতিতে প্রতিবেশী দেশের সঙ্গে দায়িত্বশীল আচরণ শেখানোর জন্য প্রস্তুত।
সেনাপ্রধান পাকিস্তানকে সরাসরি সতর্ক করে বলেন, সন্ত্রাসে অব্যাহত সহায়তা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পাশাপাশি তিনি বলেন, ভারত উন্নয়ন ও অগ্রগতির দিকে মনোযোগী, এবং কেউ বাধা দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানের পারমাণবিক হুমকির প্রসঙ্গ টেনে তিনি জানান, আজকের ভারত কোনো ব্ল্যাকমেইলে ভয় পায় না।
জেনারেল দ্বিবেদী ভারতের প্রতিরোধ সক্ষমতা সম্পর্কে আশ্বাস দিয়ে বলেন, দেশটির রাজনৈতিক নেতৃত্ব দেশের প্রতিরোধ শক্তি বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ভারতের প্রতিরোধশক্তি বর্তমানে অত্যন্ত শক্তিশালী ও কার্যকর।
চীন-ভারত সম্পর্ক এবং সীমান্ত উত্তেজনা নিয়েও সেনাপ্রধান মন্তব্য করেন। গত এক বছরে দুই দেশের নেতৃত্বের আলোচনার ফলে সম্পর্ক কিছুটা উন্নতি লাভ করেছে। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়েও তিনি বলেন, ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর রাজনৈতিক স্পষ্টতা এসেছে এবং সন্ত্রাসবাদ অনেকাংশে কমেছে। মণিপুরে উন্নয়ন ও স্থিতিশীলতার বিষয়টি উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও সেখানে সফর বিবেচনা করতে পারেন।
সিএ/এমআরএফ


