আগামী এক দশকের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় রাশিয়া। দেশটির মহাকাশ ও পারমাণবিক শক্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যৎ চন্দ্র অভিযান, গবেষণা কার্যক্রম এবং দীর্ঘমেয়াদি মানব উপস্থিতি নিশ্চিত করতেই এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
রুশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, চাঁদের কঠিন পরিবেশে সৌরশক্তির ওপর পুরোপুরি নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে। দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারমাণবিক শক্তিকে সবচেয়ে কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে চাঁদের রাত দীর্ঘ হওয়ায় সেখানে সৌরবিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত হয়, যা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনাকে আরও গুরুত্ব দিয়েছে।
রাশিয়ার পরিকল্পনায় চাঁদের পৃষ্ঠে স্বয়ংক্রিয় বা আংশিক স্বয়ংক্রিয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা রয়েছে, যা ভবিষ্যতে চন্দ্রঘাঁটি, গবেষণাগার এবং সম্ভাব্য শিল্প কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ করবে। রুশ বিজ্ঞানীরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে চাঁদে দীর্ঘমেয়াদি মানব বসবাসের পথ আরও সুগম হবে।
মহাকাশ বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই উদ্যোগ বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র, চীনসহ একাধিক দেশ চাঁদে স্থায়ী উপস্থিতি গড়ার পরিকল্পনা করছে। সেই প্রেক্ষাপটে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ চাঁদকেন্দ্রিক গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
সিএ/জেএইচ


