ইউরোপের দেশ ইতালিতে বিদেশি নাগরিকের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির মোট কর্মশক্তির ১০.৫ শতাংশ বিদেশি নাগরিক দ্বারা গঠিত। এছাড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সংখ্যা ১১.৫ শতাংশ। ইতালির জনমিতি বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে কারিতাস-মিগ্রান্তেস ফাউন্ডেশন।
৩৪তম কারিতাস-মিগ্রান্তেস অভিবাসন প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির মোট জনসংখ্যার ৯.২ শতাংশ, অর্থাৎ প্রায় ৫৪ লাখ মানুষ বিদেশি। গত ১৪ অক্টোবর রাজধানী রোমে ‘বিদেশি বংশোদ্ভুত তারুণ্য: ইতালির রূপান্তর ও প্রত্যাশা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইতালিতে বসবাসরত বিদেশিদের প্রধান উৎস দেশ রোমানিয়া, মরক্কো, আলবেনিয়া, ইউক্রেন এবং চীন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে বাংলাদেশিসহ কিছু দেশের নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাত্র দুই বছরে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা ইতালির অর্ধেকের বেশি প্রদেশে নতুন ইস্যু করা রেসিডেন্স পারমিটে শীর্ষ তিন দেশের মধ্যে অবস্থান করছে।
ইতালিতে নিয়মিতভাবে বসবাসরত বিদেশিরা মূলত মধ্য ও উত্তরাঞ্চলে অবস্থান করেন। অনিয়মিত অভিবাসীদের উপস্থিতি পুরো দেশে অসমভাবে ছড়িয়ে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনিয়মিত অভিবাসীদের আবাসন পরিস্থিতি খুবই অনিশ্চিত এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটি স্থানীয় প্রেক্ষাপটের ওপর নির্ভরশীল। দক্ষিণের গ্রাম থেকে শুরু করে মধ্য ও উত্তরাঞ্চলের শহরেও তারা বসবাস করছেন।
এতে দেখা গেছে, দেশটিতে তীব্র আবাসন সংকট, বৈষম্য ও দুর্দশার পাশাপাশি নানা প্রতিবন্ধকতাও তৈরি হচ্ছে। ফলে ইতালিয়ান সমাজে বিদেশি নাগরিকরা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালে দেশে জন্ম নেয়া তিন লাখ ৭০ হাজার শিশুদের মধ্যে ২১ শতাংশের বেশি নবজাতকের অন্তত একজন অভিভাবক বিদেশি। এছাড়া ২০২৪ সালে দুই লাখ ১৭ হাজারের বেশি মানুষ ইতালির নাগরিকত্ব অর্জন করেছেন। এই তথ্য অভিবাসী পরিবারগুলোর জনসংখ্যা পুনর্গঠনে অবদানের স্পষ্ট পরিচায়ক।
কর্মসংস্থানের ক্ষেত্রেও বিদেশিরা উল্লেখযোগ্য অবদান রাখছেন। দেশটিতে মোট দুই কোটি ৪০ লাখ কর্মী রয়েছেন, যার মধ্যে ২৫ লাখের বেশি বিদেশি। দেশের মোট কর্মসংস্থানের হার ২০২৪ সালে বেড়ে ৬১.৩ শতাংশে উন্নীত হয়েছে। যদিও ইইউ-বাহিরের নাগরিকদের বেকারত্ব এখনও ১০.২ শতাংশ। তবে বিদেশিদের জন্য নতুন চাকরির চুক্তি ২০২৪ সালে ২৬ লাখ ৭৩ হাজার ৬৯৬টি, যা ২০২৩ সালের তুলনায় ৫.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এসব নিয়োগের বেশিরভাগই উত্তরাঞ্চলে হয়েছে।
শিক্ষার্থীদের ক্ষেত্রেও বিদেশিরা উল্লেখযোগ্য। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইতালিতে বিদেশি শিক্ষার্থী ছিলেন ৯ লাখ ১০ হাজার ৯৮৪ জন, যা মোট শিক্ষার্থীর ১১.৫ শতাংশ। নতুন অভিবাসী প্রজন্ম ইতালির সমাজে বৈচিত্র্যময় ও বিশ্বজনীন সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।
সিএ/এমআর


