ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৫৬ মিনিটে নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে ৬৩ কিলোমিটার দূরে ভূমিকম্পটি অনুভূত হয়।
ভূমিকম্পটি মাটির মাত্র ১৪ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। উৎপত্তিস্থলের আশপাশের মানুষজন এটি অনুভব করেছেন। ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কথা জানিয়েছে। জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
তবে এই ভূমিকম্পে ব্যাপক হতাহতের আশঙ্কা নেই। শুধুমাত্র জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালা ভেঙে যাওয়ার মতো ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানানো হয়েছে।
এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এটি বিগত বছরের মধ্যে দেশজুড়ে অনুভূত সবচেয়ে তীব্র ভূমিকম্পগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়েছে। সেই কম্পনের তীব্রতায় বহু মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় নামেন। অনেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এর আগে এমন তীব্র কম্পন তারা দেখেননি।
ঢাকাসহ বিভিন্ন শহরের বহুতল ভবন থেকে মানুষ দ্রুত নিচে নেমে আসেন। বাসা-বাড়ি, অফিস ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। নরসিংদীতে উৎপত্তি হওয়া ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হন এবং কয়েকশ মানুষ আহত হন।
সূত্র: ভলকানো ডিসকভারি
সিএ/এমআরএফ


