রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র বার্মার দাওয়ে অঞ্চলে অবস্থান করছিল, যা বাংলাদেশ থেকে প্রায় ২৬৭ কিলোমিটার দূরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন এবং জরুরি সেবা সংস্থাগুলি সতর্ক অবস্থানে রয়েছে। ভূমিকম্পের তীব্রতায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে চলে গেছেন।
গত শুক্রবার বাংলাদেশেও আঘাত হানে ৫.৭ মাত্রার এক ভূমিকম্প, যা অন্তত ১০ জনের প্রাণহানি ঘটায়। এরপর শনিবার আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা (এনসিএস) জানিয়েছে, মিয়ানমারেও একই দিনে তিনটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ ও ৭টা ১৯ মিনিটে আঘাত হানে ৩.৫ ও ৩.৭ মাত্রার কম্পন। এরপর রাত ১১টা ১ মিনিটে ৩.৪ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। এসব কম্পনে কোনো তাত্ক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, মিয়ানমার ও এর পার্শ্ববর্তী এলাকা ভূ-তাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলে অবস্থিত। ফলে মাঝে মাঝে মাঝারি থেকে তীব্র মাত্রার ভূমিকম্প এখানে সংঘটিত হয়। স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক জরুরি সেবা সংস্থাগুলি নিয়মিত সতর্কতা জারি করছে এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতি প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে।
সিএ/এমআরএফ


