পাকিস্তান ভারতের বিরুদ্ধে আফগানিস্তানকে প্রভাবিত করার অভিযোগ তুলেছে। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আফগানিস্তান ভারতের মদতেই পাকিস্তানের সঙ্গে সীমান্ত ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় বাঁকে বসছে। তিনি এ ঘটনায় নয়াদিল্লিকে দায়ী করেছেন।
জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, কাবুলের কর্মকর্তারা নয়াদিল্লির নির্দেশে কাজ করছে এবং আফগানিস্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে নিয়ন্ত্রিত মাত্রায় কার্যক্রম চালানো হচ্ছে। তিনি আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা ইসলামাবাদের দিকে চোখ তুলে তাকায়, তার ফল ভোগ করতে হবে।
পাকিস্তানে দীর্ঘদিন ধরে সক্রিয় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) রয়েছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে এই গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তান ও ভারতের প্রভাবে টিটিপি পাকিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, যদিও কাবুল ও নয়াদিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে।
চলতি মাসের শুরুতে আফগানিস্তানের সঙ্গে সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষের পেছনেও এই গোষ্ঠীর কার্যক্রম প্রভাবিত ছিল। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলা এবং পরবর্তীতে তালেবান সরকারের প্রতিক্রিয়া দুই দেশের সীমান্তকে উত্তপ্ত করে তুলেছিল।
বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি থাকলেও দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও উত্তেজনাপূর্ণ। ১৮ অক্টোবর কাতারের রাজধানী দোহাতে আফগানিস্তান ও পাকিস্তানের প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী মৌলবি মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ ও খাজা আসিফ নেতৃত্ব দেন। দীর্ঘ বৈঠকের পরও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
সীমান্তে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তান ও আফগানিস্তান তুরস্কে দ্বিতীয় দফার বৈঠকে বসলেও সেটিও ভেস্তে যায়। পাকিস্তান এই বৈঠকের ব্যর্থতার জন্য ভারতের দিকে অভিযোগ তোলেছে।
সিএ/এমআর


