ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, মাদক কারবার ও ছিনতাইয়ের তৎপরতার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টা শিক্ষার্থীরা মেনে নেবে না।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন ডাকসু ভিপি। তিনি জানান, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড ফের চালুর চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য উদ্বেগজনক।
আবু সাদিক কায়েম বলেন, ‘সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, মাদক কারবারি ও ছিনতাইয়ের সংস্কৃতি পুনরায় ফিরিয়ে আনার তৎপরতা দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা এই কাজ করছেন, তাদেরকে অবশ্যই শিক্ষার্থীদের প্রতিরোধের মুখোমুখি হতে হবে।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ডাকসু সকল প্রকার অবৈধ, বেআইনি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে। অপ্রতুল বাজেট ও নানামুখী অসহযোগিতা সত্ত্বেও শিক্ষার্থীদের প্রতি দেয়া প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়নে কাজ করছে ডাকসু।’
ডাকসু ভিপি জানান, জবাবদিহিতার সংস্কৃতিতে বিশ্বাস থেকে শিক্ষার্থীদের সামনে পুস্তিকা আকারে ডাকসুর বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে স্বচ্ছ যোগাযোগ বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।
নিরাপদ ও শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সাথে নিয়ে সব সিন্ডিকেট চাঁদাবাজ, নিপীড়ক, মাদককারবারী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।’
সিএ/এসএ


