যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সরাসরি সামরিক হামলা চালায়, তাহলে তা মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ অস্থিতিশীলতা সৃষ্টি করবে এবং এর পরিণতি হবে দীর্ঘমেয়াদি ও বিপজ্জনক—এমন সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। মস্কোর মতে, এ ধরনের হামলা শুধু ইরান নয়, গোটা অঞ্চল এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুতর হুমকি হয়ে উঠবে।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল হবে এবং এর ফলে উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। রুশ কর্মকর্তারা মনে করেন, এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হবে, যার প্রভাব বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও পড়বে।
রাশিয়া আরও দাবি করে, ইরানকে লক্ষ্য করে হামলা চালানো হলে দেশটি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে এবং এর প্রতিক্রিয়া সীমিত থাকবে না। এতে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সংঘর্ষের ঝুঁকি বাড়বে এবং বিদ্যমান সংকট আরও জটিল আকার ধারণ করবে।
মস্কো বলছে, ইরান ইস্যুতে সামরিক পথ নয়, বরং কূটনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজা জরুরি। উত্তেজনা কমাতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে রাশিয়া সতর্ক করে দেয়, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তা কারও জন্যই মঙ্গলজনক হবে না।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই অবস্থান মূলত যুক্তরাষ্ট্রকে সতর্ক করার পাশাপাশি ইরানকে কূটনৈতিকভাবে সমর্থনের বার্তা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখার কৌশল হিসেবেও এই বক্তব্যকে দেখা হচ্ছে।
সিএ/এসএ


