পাকিস্তানের করাচিতে একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দগ্ধ ও আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার দিবাগত রাতে করাচির ব্যস্ত জিন্নাহ রোডে অবস্থিত ‘গুল প্লাজা’ নামের বহুতল শপিং ভবনটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে নামে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ভবনটির বেশিরভাগ দোকান পুড়ে যায়। কসমেটিকস, পোশাক, ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
সিন্ধ প্রদেশের গভর্নর কামরান তেসরি অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও এ ঘটনায় দুঃখ প্রকাশ করে দুর্ঘটনাস্থলের আশপাশে যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশ দেন।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলার একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: দ্য ডন
সিএ/এসএ


