মার্কিন সেনা প্রত্যাহারের পর ইরাকের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ আইন আল-আসাদ বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি সেনাবাহিনী। ইরাকের আনবার প্রদেশে অবস্থিত এই ঘাঁটিটি দীর্ঘদিন ধরে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অন্যতম প্রধান সামরিক স্থাপনা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
রোববার (১৮ জানুয়ারি) ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে ঘাঁটির সব ধরনের দায়িত্ব সম্পূর্ণভাবে ইরাকি সেনাবাহিনীর হাতে ন্যস্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে একটি চুক্তির মাধ্যমে ইরাক থেকে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোট বাহিনীর সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই চুক্তির অংশ হিসেবেই আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে।
২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্র হত্যা করার পর প্রতিশোধ হিসেবে ইরান এই আইন আল-আসাদ ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় ঘাঁটির অবকাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ইরাকি সেনাবাহিনীর একজন কর্নেল ঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, কিছু লজিস্টিক সমস্যার কারণে অল্পসংখ্যক সেনা এখনো সেখানে অবস্থান করছে। নিরাপত্তাজনিত কারণে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুরুতে সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সূচি স্পষ্ট না হলেও প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে অধিকাংশ সেনা এবং ২০২৬ সালের শেষ নাগাদ বাকি সেনাদের ইরাক ছাড়ার কথা রয়েছে।
সূত্র: রয়টার্স
সিএ/এসএ


