পাকিস্তানের বন্দরনগরী করাচিতে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) রাতে করাচির এমএ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এই আগুনের সূত্রপাত হয়।
রোববার (১৮ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের প্রায় ১৩ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতায় শপিং মলের ভবনের কয়েকটি অংশ ধসে পড়েছে বলে নিশ্চিত করেছেন উদ্ধারকর্মীরা।
স্থানীয় হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এখন পর্যন্ত ছয়জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগুনের কারণে ভবনটির কাঠামোগত ক্ষতি ব্যাপক আকার ধারণ করেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গুল প্লাজা শপিং মলে এক হাজারের বেশি দোকান রয়েছে। সেখানে কাপড়, ক্রোকারিজ, সুগন্ধি, প্রসাধনী, ইলেকট্রনিক্স ও খেলনাসহ বিভিন্ন দাহ্য পণ্য বিক্রি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা বেড়ে যায়।
উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন, একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। গার্ডেন এলাকার উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা মহসিন রাজা এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য সিন্ধ রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করছে রেঞ্জার্স সদস্যরা এবং অভিযান শেষ না হওয়া পর্যন্ত তারা ঘটনাস্থলে অবস্থান করবেন।
সিএ/এসএ


