ভেনেজুয়েলায় কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু বলার সময় আসেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই মন্তব্য করেন।
তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ভেনেজুয়েলার বিতর্কিত বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। রাজনৈতিক অস্থিরতা ও নেতৃত্বসংকটের প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর দেশটিতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে বিষয়ে এখনো নির্বাচনের কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি ডোনাল্ড ট্রাম্প। ফলে দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক পথনির্দেশনা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ওপর ট্রাম্পের আস্থা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ক্যারোলিন লেভিট বলেন, ভেনেজুয়েলার নেতৃত্বের বিষয়ে ট্রাম্প অত্যন্ত ‘সঠিক ও বাস্তবসম্মত মূল্যায়ন’ করেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, ডেলসি রদ্রিগেজ ও তার দল যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যথেষ্ট সহযোগিতামূলক’ আচরণ করছে। এর উদাহরণ হিসেবে তিনি গত সপ্তাহে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি জ্বালানি চুক্তির কথা তুলে ধরেন।
লেভিট বলেন, ‘আমরা দুই দেশের মধ্যে চমৎকার পর্যায়ের সহযোগিতা লক্ষ্য করেছি এবং প্রেসিডেন্ট প্রত্যাশা করেন যে এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
সিএ/এসএ


