পবিত্র রমজান মাস শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্ট প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য হিসেবে রমজানের প্রথম দিন ধরা হচ্ছে ১৮ ফেব্রুয়ারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
এই হিসাবে রমজান মাস শুরুর আর মাত্র ৩৫ থেকে ৩৬ দিন বাকি রয়েছে। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ইতোমধ্যে রমজানকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়েছে।
রমজানের শেষ ১০ দিনের মধ্যে সংঘটিত হয় ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ রাত লাইলাতুল কদর বা কদরের রাত। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় অনুষ্ঠানের ক্যালেন্ডার অনুযায়ী, কদরের রাত পড়তে পারে ১৭ মার্চ, মঙ্গলবার রাতে।
এই রাতে মুসলিমরা আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বিশেষ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।
এদিকে একই ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার হতে পারে পবিত্র রমজান মাসের শেষ দিন। সে হিসাবে পরদিন ২০ মার্চ মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, হিজরি বর্ষ গণনা করা হয় চাঁদ দেখার ওপর ভিত্তি করে। বর্তমানে হিজরি বর্ষের রজব মাস চলছে। সাধারণত হিজরি মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে, যা চাঁদের অবস্থানের ওপর নির্ভরশীল।
সিএ/এসএ


