ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে দেশটির নির্বাসিত ‘যুবরাজ’ রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প রেজা পাহলভিকে ‘ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করলেও বর্তমান পরিস্থিতিতে তার সঙ্গে বৈঠক করাকে ‘যৌক্তিক নয়’ বলে মন্তব্য করেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়—ইরানে সরকার পরিবর্তন বা শাসনব্যবস্থায় কোনো রদবদল হলেও ওয়াশিংটন এখনই পাহলভিকে দেশটির সম্ভাব্য নেতৃত্ব হিসেবে সমর্থন দিতে প্রস্তুত নয়।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এই মুহূর্তে আমাদের উচিত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং দেখা—কে সামনে এসে নেতৃত্ব দেন।” বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেজা পাহলভি ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র। তিনি ইসরায়েলের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত এবং এর আগে ইরানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সেই প্রস্তাবের প্রতি হোয়াইট হাউসের অনাগ্রহই প্রতিফলিত হয়েছে।
এদিকে মুদ্রাস্ফীতি ও চরম অর্থনৈতিক সংকটের জেরে গত মাস থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন ইরানে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির সরকার ইন্টারনেট সংযোগ সীমিত বা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিক্ষোভ দমনে সহিংসতা নিয়ে ইরানি কর্তৃপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা বা প্রাণহানি ঘটানো হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। ট্রাম্পের ভাষায়, “যদি তারা মানুষ হত্যা শুরু করে, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ আঘাত হানব।”
অন্যদিকে রেজা পাহলভি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইউরোপীয় নেতাদের নীরবতা ভেঙে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান।
বর্তমানে ইরান বহুমুখী সংকটে রয়েছে। একদিকে অভ্যন্তরীণ বিক্ষোভ, পানির তীব্র সংকট ও অর্থনৈতিক দুরবস্থা, অন্যদিকে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন, হিজবুল্লাহর দুর্বল অবস্থান এবং ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের ঘটনায় তেহরান তার আঞ্চলিক মিত্রদের হারিয়ে কূটনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। তবে এসব চাপের মুখেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নতি স্বীকার না করার ঘোষণা দিয়ে বলেছেন, শত্রুদের তিনি হাঁটু গেড়ে বসতে বাধ্য করবেন।


