উত্তর আটলান্টিক মহাসাগর থেকে রাশিয়ার একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ইউরোপীয় কমান্ড (EUCOM) জানায়, ‘মারিনেরা’ নামের এই জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে জব্দ করা হয়েছে। জাহাজটি আগে ‘এম/ভি বেলা-১’ নামেও পরিচিত ছিল।
ইউকমের বরাতে জানা যায়, এই জব্দের পুরো প্রক্রিয়া সমন্বয় করেছে মার্কিন বিচার বিভাগ, স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তর। জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরে মার্কিন ফেডারেল আদালতের পরোয়ানা অনুযায়ী জব্দ করা হয়। আগে থেকেই এটি মার্কিন কোস্টগার্ডের নজরদারিতে ছিল।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জাহাজটিকে রাশিয়া পাহারা দিতে নৌবহর পাঠিয়েছিল এবং এটি গায়ানার পতাকা ছেড়ে রুশ পতাকা ধারণ করেছিল। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাগামী তেলবাহী জাহাজে ‘অবরোধ’ দেয়ার নির্দেশ দিয়েছিলেন।
এছাড়া, মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় সাগর থেকেও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে, যার নাম ‘এম/টি সোফিয়া’। এটিও নিষেধাজ্ঞার আওতায় ছিল এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল।
সংক্ষেপে, মার্কিন বাহিনী ভেনেজুয়েলা-সম্পৃক্ত এবং রাশিয়া পতাকাবাহী তেলবাহী জাহাজ জব্দের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করছে।
সিএ/এসএ


