রাশিয়ার সোয়ুজ রকেটের সহায়তায় আরও তিনটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ইরান। রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে থাকা দুই দেশ মহাকাশ সহযোগিতা আরও জোরদার করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সাম্প্রতিক বছরগুলোতে কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণে মিত্র দেশ রাশিয়ার ওপর ক্রমশ নির্ভরশীল হয়ে উঠেছে ইরান। সর্বশেষ উৎক্ষেপণ করা তিনটি স্যাটেলাইট কৃষি, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ পর্যবেক্ষণের কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
ইরানের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত কাজেম জলালি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “সব ধরনের নিষেধাজ্ঞা ও হুমকির মধ্যেও এসব স্যাটেলাইট ইরানি বিজ্ঞানীদের নকশা ও প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।” পশ্চিমা দেশগুলোর সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “রাশিয়ার সঙ্গে আমরা বিভিন্ন খাতে একসঙ্গে কাজ করছি। কিছু বিষয় প্রকাশ্য, আবার কিছু বিষয়ে আমরা বিস্তারিত বলতে চাই না।”
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, ‘পায়া’, ‘জাফর–২’ এবং দ্বিতীয় ‘কাউসার’ নামে এই তিনটি স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে (লো আর্থ অরবিট) স্থাপনের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়েছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে মস্কো ও তেহরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, রুশ সামরিক অভিযানে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করছে। তবে এসব অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে ইরান।
সিএ/এএ


