নাইজেরিয়ার মধ্যাঞ্চলের নাইজার প্রদেশে একটি ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে অপহৃত বাকি ১৩০ জন স্কুলশিক্ষার্থী ও কর্মীকে উদ্ধার করার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সরকার এ ঘটনাকে ‘বিজয়ের ও স্বস্তির মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়েছে।
নাইজেরিয়া সরকার জানায়, গত ২১ নভেম্বর নাইজার প্রদেশের পাপিরি এলাকার সেন্ট মেরি ক্যাথলিক স্কুল থেকে ২৫০ জনের বেশি শিক্ষার্থী ও কর্মীকে অপহরণ করা হয়। ঘটনার পর দেশজুড়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। চলতি মাসের শুরুতে অপহরণকারীরা প্রথম দফায় প্রায় ১০০ জন শিশুকে মুক্তি দেয়।
কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাকি ১৩০ জন শিক্ষার্থী ও কর্মীকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন আর কোনো শিক্ষার্থী অপহরণকারীদের হাতে বন্দী নেই বলে নিশ্চিত করেছে প্রশাসন।
রোববার নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগা জানান, এখন পর্যন্ত মোট ২৩৫ জন শিক্ষার্থী ও কর্মীকে মুক্ত করা সম্ভব হয়েছে। তবে শুরুতে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছিল এবং মুক্তির প্রক্রিয়ায় কোনো মুক্তিপণ দেওয়া হয়েছে কি না—এ বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া শিক্ষার্থীদের সোমবার নাইজার প্রদেশের রাজধানী মিন্নায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হবে।
এর আগে প্রথম দফায় শিক্ষার্থীদের মুক্তির সময় প্রতিবেশী নাসারাওয়া প্রদেশের গভর্নর আব্দুল্লাহি সুলে জানিয়েছিলেন, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে এ অভিযানের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।
নাইজেরিয়ার খ্রিষ্টান অ্যাসোসিয়েশন জানিয়েছে, অপহরণের সময় প্রায় ৫০ জন শিক্ষার্থী পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।
উল্লেখ্য, নভেম্বরের এই অপহরণটি নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে স্কুল ও উপাসনালয়কে লক্ষ্য করে চালানো ধারাবাহিক সহিংস হামলার সর্বশেষ ঘটনা, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সিএ/জেএইচ


