Tuesday, December 16, 2025
25 C
Dhaka

ক্যাপিটল দাঙ্গা তথ্যচিত্র ঘিরে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মানহানি মামলা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গার আগে দেওয়া তার ভাষণ সম্পাদনার মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে—এমন অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ফ্লোরিডার একটি আদালতে দাখিল করা মামলার নথিতে ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক কার্যক্রমসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন। অভিযোগে বলা হয়েছে, একটি তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য কাটাছেঁড়া করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে তাকে সরাসরি সহিংসতার উসকানিদাতা হিসেবে দেখানো হয়।

গত মাসে বিবিসি ওই তথ্যচিত্রে ব্যবহৃত সম্পাদনা নিয়ে ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাকচ করে। বিবিসির পক্ষ থেকে জানানো হয়, তারা মনে করে না যে এই ঘটনায় মানহানির কোনো আইনি ভিত্তি রয়েছে।

তবে ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, বিবিসি ‘ইচ্ছাকৃতভাবে, বিদ্বেষপূর্ণভাবে ও প্রতারণামূলক উপায়ে’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাষণ সম্পাদনা করে তাকে মানহানির শিকার করেছে। তাদের দাবি, এই সম্পাদনার মাধ্যমে দর্শকদের মধ্যে বিভ্রান্তিকর ধারণা তৈরি করা হয়েছে।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাজ্যে সম্প্রচারিত প্যানোরামা তথ্যচিত্রটি নিয়ে ট্রাম্প আগেই মামলা করার ইঙ্গিত দিয়েছিলেন। সে সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি আমাকে এটা করতেই হবে। তারা প্রতারণা করেছে। আমার মুখ থেকে বের হওয়া শব্দ বদলে দিয়েছে।’

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গার ঠিক আগে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, ‘আমরা ক্যাপিটলের দিকে হাঁটব, এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেস সদস্যদের উৎসাহ দেব।’ একই ভাষণের প্রায় ৫০ মিনিট পর তিনি বলেন, ‘আর আমরা লড়াই করি। আমরা প্রাণপণে লড়াই করি।’

প্যানোরামা তথ্যচিত্রে এই দুই অংশ একত্রে জুড়ে দেখানো হয়। বিবিসি স্বীকার করেছে, এই সম্পাদনার ফলে এমন ‘ভুল ধারণা’ তৈরি হতে পারে যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন। তবে বিবিসির বক্তব্য, এটিকে কেন্দ্র করে মানহানির মামলা করার সুযোগ তৈরি হয় না।

এই তথ্যচিত্রকে ঘিরে গত নভেম্বরে বিবিসির একটি অভ্যন্তরীণ স্মারক ফাঁস হয়, যেখানে ভাষণ সম্পাদনার পদ্ধতির কঠোর সমালোচনা করা হয়। ওই ঘটনার পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান ডেবোরাহ টার্নেস পদত্যাগ করেন।

মামলা দায়েরের আগেই ট্রাম্পের অভিযোগের জবাবে বিবিসির আইনজীবীরা দীর্ঘ ব্যাখ্যা দেন। তাদের দাবি, ভাষণ সম্পাদনায় কোনো বিদ্বেষ ছিল না এবং তথ্যচিত্রটি প্রচারের পরই ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ায় তিনি ক্ষতিগ্রস্ত হননি।

বিবিসির পক্ষ থেকে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে প্যানোরামা তথ্যচিত্রটি সম্প্রচারের কোনো অধিকার তাদের ছিল না এবং এটি তাদের কোনো মার্কিন চ্যানেলেও দেখানো হয়নি। যদিও বিবিসি আইপ্লেয়ারে তথ্যচিত্রটি ছিল, সেটি কেবল যুক্তরাজ্যের দর্শকদের জন্য সীমাবদ্ধ ছিল।

তবে ট্রাম্পের মামলায় দাবি করা হয়েছে, যুক্তরাজ্যের বাইরে তথ্যচিত্রটি প্রদর্শনের জন্য বিবিসির কিছু তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তি ছিল। বিশেষ করে একটি মিডিয়া করপোরেশনের সঙ্গে লাইসেন্সিং চুক্তির উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে এখনো বিবিসি কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোনো প্রতিক্রিয়া জানায়নি।

মামলার নথিতে আরও বলা হয়েছে, ফ্লোরিডার বাসিন্দারা ভিপিএন ব্যবহার করে অথবা ব্রিটবক্স স্ট্রিমিং সেবার মাধ্যমে তথ্যচিত্রটি দেখে থাকতে পারেন। সেখানে দাবি করা হয়, ‘প্যানোরামা তথ্যচিত্রের প্রচারণা ও সম্প্রচারের পর ফ্লোরিডায় ভিপিএন ব্যবহারের উল্লেখযোগ্য বৃদ্ধি প্রমাণ করে, বিবিসি এটি সরানোর আগেই ফ্লোরিডার নাগরিকরা তথ্যচিত্রটি দেখেছেন।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

১৮ কেজি ওজন কমিয়ে ক্যামেরার সামনে ফিরলেন অভিনেত্রী

চরিত্রের গভীরে ঢুকতে নিজেকে নতুনভাবে গড়ে তোলার বিষয়ে বরাবরই...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায়...

ডিবি পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে সাংবাদিককে

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তারের...

বিজয় দিবসে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ...

দিনব্যাপী নানা কর্মসূচিতে চবিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্যে শহীদদের স্মরণে লাল...

নাজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান...

আজকের বৈদেশিক মুদ্রার দর

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য দিন দিন সম্প্রসারিত...

বিজয় দিবসে সাময়িক বন্ধ মেট্রো রেল

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে...

ভরিতে বাড়ল সোনার দাম, নতুন দর ঘোষণা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। এবার প্রতি...

প্রিমিয়ার লিগে আট গোলের শ্বাসরুদ্ধকর লড়াই

ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের এক রুদ্ধশ্বাস ম্যাচে আট গোলের...

বিজয় দিবসে জাতির প্রতি তারেক রহমানের বার্তা

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা...

বিজয় দিবস ও নির্বাচন নিয়ে মির্জা আব্বাসের মন্তব্য

গোলাম আযমকে জাতির শীর্ষ সন্তান বলা হলে বীর মুক্তিযোদ্ধাদের...

নোরা ফাতেহি কণার নতুন গানে মন জয় করলেন

সংগীতশিল্পী কণার নতুন গান ‘মেহেন্দি’ সম্প্রতি প্রকাশিত হওয়ার পরই...

রাষ্ট্রীয় দায়িত্বে দায়িত্বপূর্ণ আচরণের আহ্বান জামায়াত আমিরের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...
spot_img

আরও পড়ুন

১৮ কেজি ওজন কমিয়ে ক্যামেরার সামনে ফিরলেন অভিনেত্রী

চরিত্রের গভীরে ঢুকতে নিজেকে নতুনভাবে গড়ে তোলার বিষয়ে বরাবরই আন্তরিক অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের জন্য প্রয়োজন হলে শারীরিক ও মানসিক প্রস্তুতিতে কোনো আপস...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ...

ডিবি পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে সাংবাদিককে

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে। মামলাটি রাজধানীর উত্তরা পশ্চিম থানায়...

বিজয় দিবসে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং...
spot_img