রাশিয়ার মস্কোর কাছে আইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে একটি সামরিক এএন-২২ উড়োজাহাজ পরীক্ষামূলক ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়ে সব ক্রু নিহত হয়েছে। মঙ্গলবারের এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ। উড়োজাহাজে কতজন ছিলেন—তা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা তাস জানিয়েছে, বিমানে সাতজন ক্রু ছিলেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উড়োজাহাজটি মেরামতশেষে পরীক্ষামূলক উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ইউক্রেন–রাশিয়া যুদ্ধের সঙ্গে এ দুর্ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা এখনও পরিষ্কার নয়।
রুশ দৈনিক কোমারসান্ত তথ্যসূত্র উল্লেখ না করে জানিয়েছে, উড়োজাহাজটির প্রযুক্তিগত ত্রুটি থেকেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এএন-২২ মডেলের এই উড়োজাহাজটি ৫০ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছিল।
সিএ/এএ


