ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল একের পর এক নিরপরাধ মানুষকে হত্যা করছে। তাই এখন তাদের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই। সাম্প্রতিক পরিস্থিতি ইসরায়েলের আগ্রাসন আরও স্পষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার বৈরুতের দক্ষিণাঞ্চল হারেত হরেইকে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় বহু মানুষ নিহত হন। লেবানন সরকারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি চললেও এ সময় পর্যন্ত ইসরায়েল স্থল, সমুদ্র ও আকাশপথে মোট ৫ হাজার ৩৫০ বার হামলা ও অনুপ্রবেশ ঘটিয়েছে। এর মধ্যে ২ হাজার ১৮৯টি স্থল, ১৬৯টি সমুদ্র এবং ২ হাজার ৯৮৩টি আকাশপথে হামলা।
সিএ/এমআরএফ


