মেক্সিকোতে এক মেয়রের হত্যাকাণ্ডের ঘটনায় প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। তরুণ সংগঠনগুলোর ডাকা এ ‘জেন-জি বিক্ষোভ’ ছড়িয়ে পড়েছে রাজধানীসহ বিভিন্ন শহরে। সহিংস এ বিক্ষোভে অন্তত ১৫০ জন আহত হয়েছেন, যার মধ্যে ১০০ জনই পুলিশ সদস্য।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, শনিবার হাজারো তরুণ রাজধানী মেক্সিকো সিটির রাস্তায় নেমে সহিংস অপরাধ দমনে ব্যর্থতা ও সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় টিয়ারগ্যাস ছোড়া হয় এবং ন্যাশনাল প্যালেসের সামনে থাকা ব্যারিকেডের অংশ ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় লুটপাট ও হামলাসহ বিভিন্ন অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
বিক্ষোভের সূত্রপাত উরুয়াপানের মেয়র কার্লোস মানজো হত্যাকে ঘিরে। ১ নভেম্বর ‘ডে অব দ্য ডেড’ উৎসবে অংশ নেওয়ার সময় সশস্ত্র হামলায় নিহত হন তিনি। কার্টেল ও পাচারচক্রের বিরুদ্ধে সরব থাকার কারণে এই হত্যাকাণ্ড রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিক্ষোভকারীরা ‘আমরা সবাই কার্লোস মানজো’ লেখা প্ল্যাকর্ড নিয়ে রাস্তায় নামেন এবং কাউবয় হ্যাট পরে মেয়রের প্রতি শ্রদ্ধা জানান।
পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্যে শেইনবাউম অভিযোগ করেন, বিক্ষোভ ডানপন্থি মহলের অর্থায়নে সংগঠিত ও সামাজিক বট প্রচারণার মাধ্যমে উসকানি দেওয়া হচ্ছে। তবে তিনি স্বীকার করেন, যুবকদের দাবির প্রতি শ্রদ্ধা রাখতেই হবে। তার শাসনামলে ৭০ শতাংশের বেশি জনসমর্থন থাকলেও দেশজুড়ে সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং পেরুর সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে সমালোচনা বাড়ছে।
সিএ/এমআরএফ


