দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলের সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী—এমন অভিযোগ জানিয়েছে সংস্থাটি। রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লেবাননের ভেতরে ইসরায়েল স্থাপন করা একটি অবস্থান থেকে শান্তিরক্ষীদের দিকে মারকাভা ট্যাংক থেকে গুলি চালানো হয়।
ইউনিফিলের বিবৃতিতে জানানো হয়, ভারী মেশিনগানের গুলি শান্তিরক্ষীদের অবস্থান থেকে প্রায় পাঁচ মিটার দূরে গিয়ে আঘাত হানে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
এর আগে গত সেপ্টেম্বরেও ইউনিফিল অভিযোগ করেছিল, তাদের অবস্থানের কাছে ইসরায়েলি ড্রোন চারটি গ্রেনেড ফেলেছিল। যার একটি শান্তিরক্ষী এবং তাদের গাড়ির মাত্র ২০ মিটার দূরে বিস্ফোরিত হয়।
সিএ/এমআরএফ


