ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই বছরে দেশটির সামরিক কর্মকাণ্ডে মোট ব্যয় হয়েছে ৭৬ দশমিক ৩ বিলিয়ন ডলার। এক প্রতিবেদনে বলা হয়, রিজার্ভ বাহিনীর দায়িত্বহীন ব্যবস্থাপনার কারণে ভাতা বাবদ কয়েক বিলিয়ন ডলার অপচয় হয়েছে।
অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ উল্লেখ করেছেন, আগামী বছরগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে প্রতিরক্ষা বাজেট আরও বাড়ানো প্রয়োজন। যদিও রিপোর্টে ব্যয়ের সুনির্দিষ্ট ধরণ বা সংঘাতের বিবরণ জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি গাজা, লেবানন ও ইরানের সামরিক অভিযানের ব্যয়কে অন্তর্ভুক্ত করছে।
২০২৪ সালের ১০ অক্টোবর গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হয়, যেখানে প্রায় ৬৮ হাজার ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৭০ হাজার আহত হন। ২০২৩ সালের অক্টোবর থেকে লেবাননে সংঘাত চলাকালীন ইসরায়েলি বিমান হামলায় ৪ হাজারের বেশি নিহত ও প্রায় ১৭ হাজার আহত হন। লেবাননের যুদ্ধ ২০২৪ সালের সেপ্টেম্বরে তীব্র হয়ে দুই মাস পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়।
সিএ/এমআর


