বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য সংক্রান্ত উত্তেজনা কমানোর চেষ্টা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসবেন।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, দুই দেশ একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির ফ্রেমওয়ার্কে একমত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম, বিরল খনিজের ওপর চীনের নিয়ন্ত্রণ স্থগিতকরণ এবং চীনা পণ্যের ওপর সম্ভাব্য শতভাগ শুল্ক সংক্রান্ত বিষয় রয়েছে।
বেসেন্ট বলেন, “দুই দেশের শীর্ষ নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্কে পৌঁছেছে। শুল্ক আরোপ এড়ানো হবে।”
চীনা সরকারও এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের আলোচক দল তাদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে মৌলিক সমঝোতায় পৌঁছেছে এবং বিস্তারিত চূড়ান্ত করতে একমত হয়েছে।
সিএ/এমআর


