কানাডার সাহিত্যসংস্থা ‘পেন কানাডার’-এর আন্তর্জাতিক পাঠ কার্যক্রম ‘ভয়েসেস অব ফ্রিডম’-এ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাংবাদিক ও লেখক আবদুল্লাহ আল ইমরান।
এতে তিনি তার নির্বাচিত প্রবন্ধ ‘লিভিং বাই রাইটিং দ্য ট্রুথ’ পাঠ করবেন। অনুষ্ঠানটি ১২ নভেম্বর টরন্টোর রেফারেন্স লাইব্রেরির বিটন হলে অনুষ্ঠিত হবে।
ইমরান বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন এবং পরে টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইনভেস্টিগেটিভ জার্নালিজম ব্যুরোতে ইন্টার্নশিপ শেষে সিবিসির অনুসন্ধানী অনুষ্ঠান ‘দ্য ফিফথ এস্টেট’-এ যোগ দেন। তিনি জানিয়েছেন, খোলনার শ্রমিক এলাকার নদীপাড় থেকে ঢাকায় পড়াশোনা ও কর্মজীবন, প্রান্তিক মানুষের সঙ্গে মেলামেশা—এসব অভিজ্ঞতা তার লেখার মূল উৎস।
এই বছরের নির্বাচিত অন্য লেখকদের মধ্যে আছেন ইরানের চলচ্চিত্র নির্মাতা আতেফে খাদেমোলরেজা, তুরস্কের ঔপন্যাসিক ও সম্পাদক ওন্দের দেলিগোজ এবং ইকুয়েডরের সাংবাদিক ও গণমাধ্যম উদ্যোক্তা আন্দেরসন বসকান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মেক্সিকান সাংবাদিক লুইস হোরাসিও নাজেরা।
পেন কানাডার ‘ভয়েসেস অব ফ্রিডম’ দশম বছরে পা দিয়েছে। এই মঞ্চে সেন্সরশিপ, নির্বাসন বা নিপীড়নের অভিজ্ঞতা নিয়ে কাজ করা লেখকদের নির্বাচন করা হয়, যেখানে সাহস, সৃজনশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতা ফুটে ওঠে।
সিএ/এমআর