ঢাকা: তেহরানের সঙ্গে ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ইরান, রাশিয়া ও চীন জাতিসংঘকে এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো চিঠিতে তিন দেশ জানান, জাতিসংঘের ২২৩১ প্রস্তাবের সব বিধান ১৮ অক্টোবর ২০২৫-এ মেয়াদোত্তীর্ণ হয়েছে। এর মাধ্যমে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে নিরাপত্তা পরিষদের বিবেচনাও সমাপ্ত হলো।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা আইনগতভাবে ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য, কারণ ইউরোপীয় দেশগুলো নিজেই চুক্তির শর্ত ভঙ্গ করেছে।
তেহরান, মস্কো ও বেইজিং জানান, ২২৩১ প্রস্তাবের মেয়াদ শেষ হওয়ায় এই অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে, যা নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা ও বহুপাক্ষিক কূটনীতিকে আরও শক্তিশালী করবে। তিন দেশ সব পক্ষকে একতরফা নিষেধাজ্ঞা ও উত্তেজনাপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর থাকা সব বিধিনিষেধ ও প্রক্রিয়া বাতিল হয়েছে। ২০১৫ সালে ইরান ও ছয় বিশ্বশক্তি এই চুক্তি স্বাক্ষর করেছিল, কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যায়।
সিএ/এমআর