ভারত তাদের তৈরি মধ্যমপাল্লার মোবাইল সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ‘আকাশ’ ব্রাজিলকে সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব দেওয়া হয় বুধবার নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট গেরাল্ডো অ্যালকমিন ও প্রতিরক্ষামন্ত্রী জোসে মুকিও মনটেইরো ফিলহো-এর সঙ্গে বৈঠকে।
ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে দুই দেশ যৌথভাবে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে। এছাড়া কৌশলগত অংশীদারিত্ব, সামরিক প্রযুক্তিগত সহায়তা এবং সামরিক সরঞ্জাম উৎপাদন ও রপ্তানির বিষয়েও আলোচনা হয়েছে।
‘আকাশ’ ক্ষেপণাস্ত্রটি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) তৈরি করেছে এবং ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষাবাহিনীতে অন্তর্ভুক্ত। এটি মধ্যমপাল্লার মোবাইল সারফেস-টু-এয়ার ক্ষমতা সম্পন্ন।
ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি নিজস্ব প্রযুক্তিতে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি ও রপ্তানিতে জোর দিয়েছে। এই নীতির অংশ হিসেবে ব্রাজিলকে ‘আকাশ’ সরবরাহের প্রস্তাব দেওয়ার ধাপ নেওয়া হয়েছে। এটি ভারত কর্তৃক কোনো দেশের কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তাব দেওয়ার প্রথম ঘটনা।
সিএ/এমআর