Home বিশ্ব ‘মাত্র এক ঘণ্টায় ইসরাইলের নিরাপত্তা ধ্বংস করা সম্ভব’ — হিজবুল্লাহর হুঁশিয়ারি

‘মাত্র এক ঘণ্টায় ইসরাইলের নিরাপত্তা ধ্বংস করা সম্ভব’ — হিজবুল্লাহর হুঁশিয়ারি

0
হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেম। ছবি: মেহের নিউজ

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি দিয়েছেন, ইসরাইল গত আট মাস ধরে যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, সেটি মাত্র এক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যেতে পারে।

মঙ্গলবার (৫ আগস্ট) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ ইজাদির শাহাদতের ৪০তম দিনে এক টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন। ইজাদি ‘হাজ রমজান’ নামে পরিচিত ছিলেন এবং ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ আন্দোলনের সক্রিয় সমর্থক ছিলেন।

শেখ নাঈম বলেন, “লেবাননের প্রতিরোধ শক্তি সুসংগঠিত, সক্রিয় এবং সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত।” তিনি আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণের চাপ প্রত্যাখ্যান করেন এবং জোর দিয়ে বলেন, “যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয়, তাহলে লেবাননকে কে রক্ষা করবে?”

তিনি দাবি করেন, হিজবুল্লাহ কখনও লেবানন সরকারের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেনি। বরং যুক্তরাষ্ট্র চায় না লেবানন এমন কোনো অস্ত্র অর্জন করুক যা ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

বৈরুত বন্দরের বিস্ফোরণ প্রসঙ্গে হিজবুল্লাহ নেতা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, “ইসরাইলি নেতারা নিজেরাই বলেছে— প্রতিরোধশক্তি অস্ত্র না ছেড়ে দিলে তাদের আগ্রাসন বন্ধ হবে না। তাই অস্ত্র হস্তান্তর করলেও আক্রমণ বন্ধ হবে না, বরং বিপদের মাত্রা বাড়বে।”

তার ভাষায়, “গত আট মাসে যেভাবে ইসরাইল নিজেদের নিরাপত্তা বজায় রেখেছে, তা মাত্র এক ঘণ্টার মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে ক্ষেপণাস্ত্র হামলায়।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version