Home বিশ্ব ভারতে নেতিবাচকভাবে যখন কন্যা সন্তানও খুশির কারণ হয়

ভারতে নেতিবাচকভাবে যখন কন্যা সন্তানও খুশির কারণ হয়

0

জাকিয়া সুলতানা প্রীতি 

ভারতে এখনও বেশিরভাগ পরিবারে কন্যা সন্তানের চাইতে পুত্র সন্তানদের বেশি পছন্দ করে। তবে একটি সম্প্রদায় কন্যাসন্তানের জন্ম হলে রীতিমতো উৎসব করে।

পতিতাবৃত্তিকে বাচ্ছারা সম্প্রদায়ের ঐতিহ্য হিসেবে ধরে নেওয়া হয়।।

বাচ্ছারা নামক পশ্চাৎপদ এই সম্প্রদায়ের কন্যাসন্তানের জন্মের পর করা উৎসবের পেছনে রয়েছে একটি বিচিত্র কারণ।
বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বাচ্ছারা সম্প্রদায়ে শত শত বছর ধরে একটি প্রথা প্রচলিত আছে। যেখানে সম্প্রদায়ের সদস্যরা তাদের পরিবারে জন্ম নেয়া সবচেয়ে বড় মেয়েকে যৌনবৃত্তির দিকে ঠেলে দেয়।

কন্যাসন্তানকে নিয়ে এই বাণিজ্য শুরু হয় মেয়ের মাত্র ১০ থেকে ১২ বছর বয়সেই। পরিবারের সবার জীবন ওই মেয়ের আয়ের ওপর নির্ভর করে। মেয়েটির বয়স হয়ে গেলে তার স্থলে জায়গা করে নেয় তারই ছোট বোন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version