পাকিস্তানে নতুন করে আরও তিন শিশুর শরীরে পোলিও ভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরে দেশটিতে পোলিও আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ জনে।
পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য সংস্থার আওতাধীন আঞ্চলিক পোলিও নির্মূল নমুনা পরীক্ষাগার সূত্রে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ।
নতুন আক্রান্তরা হল—লাক্কি মারওয়াতের তাখতিকেলের ১৫ মাস বয়সী এক শিশু, উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী তহসিলের ছয় মাস বয়সী এক শিশু এবং সিন্ধুর উমেরকোট জেলার চাজরো এলাকার পাঁচ বছর বয়সী এক শিশু।
এই সংক্রমণগুলোর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ১০টি, সিন্ধুতে পাঁচটি এবং পাঞ্জাব ও গিলগিট-বালতিস্তানে বিচ্ছিন্নভাবে ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ।
পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভাইরাসের বিস্তার ঠেকাতে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে বারবার নতুন সংক্রমণ চিহ্নিত হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ছে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও সংক্রমণ বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। খামা প্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়, ২৮ জুলাই প্রকাশিত বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, চলতি বছরে দুই দেশ মিলে নয়টি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে—যার মধ্যে আটটি পাকিস্তানে এবং একটি আফগানিস্তানে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষভাবে আফগানিস্তানের দক্ষিণাঞ্চল, পাকিস্তানের কোয়েটা, করাচি ও খাইবার পাখতুনখোয়াকে উচ্চঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটি বলেছে, সীমান্ত অঞ্চলে শরণার্থী চলাচল, টিকাদান কার্যক্রমে দুর্বলতা ও টিকা নিতে জনগণের অনীহা—এই সংকট নিরসনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।