চামড়া প্রাকৃতিক উপাদান হওয়ায় নিয়মিত যত্ন না নিলে সহজেই ফেটে যায় বা শক্ত হয়ে ওঠে। দীর্ঘদিন ব্যবহার না করলে কিংবা বাতাস চলাচল না হলে চামড়ার ভেতরের প্রাকৃতিক তেল শুকিয়ে যেতে শুরু করে। অতিরিক্ত শুষ্ক বা খুব স্যাঁতসেঁতে পরিবেশেও চামড়া ক্ষতিগ্রস্ত হয়। ধুলাবালি জমে থাকলে উপরের স্তর দুর্বল হয়ে পড়ে এবং দ্রুত ফাটল দেখা দেয়।
চামড়ার জুতা ভালো রাখতে প্রথম শর্ত পরিষ্কার রাখা। জুতা তুলে রাখার আগে নরম কাপড় দিয়ে ধুলা মুছে নিতে হবে। প্রয়োজনে হালকা ভেজা কাপড় ব্যবহার করা যেতে পারে, তবে অবশ্যই শুকিয়ে নিতে হবে। ভেজা অবস্থায় জুতা সংরক্ষণ করলে চামড়া দ্রুত নষ্ট হয়।
মাসে অন্তত একবার লেদার কন্ডিশনার বা ভালো মানের শু-পলিশ ব্যবহার করলে চামড়ার হারানো তেল ফিরে আসে। এতে জুতার নমনীয়তা বজায় থাকে এবং ফাটল ধরার ঝুঁকি কমে।
সংরক্ষণের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। প্লাস্টিকের ব্যাগে জুতা রাখলে বাতাস চলাচল বন্ধ হয়ে যায়, ফলে আর্দ্রতা জমে ক্ষতি হতে পারে। তুলা বা কাপড়ের শু-বাগে রাখাই ভালো। জুতার ভেতরে শু-ট্রি বা কাগজ ভরে রাখলে আকৃতি ঠিক থাকে।
খুব স্যাঁতসেঁতে জায়গায় রাখলে ছত্রাক পড়ার আশঙ্কা থাকে, আবার অতিরিক্ত শুষ্ক পরিবেশে চামড়া ফেটে যেতে পারে। আলমারিতে সিলিকা জেল বা নিমপাতা রাখলে আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকে।
দীর্ঘদিন না পরলেও মাসে অন্তত একবার জুতা আলো-বাতাসে বের করে রাখা ভালো। তবে কড়া রোদে নয়, হালকা আলো-বাতাসযুক্ত স্থানে কিছুক্ষণ রাখলেই যথেষ্ট। এতে চামড়া শক্ত হয়ে যাওয়ার ঝুঁকি কমে।
সিএ/এমআর


