পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার সামির মিনহাস জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৪২ বলেই সেঞ্চুরি করে যুব ওয়ানডে ক্রিকেটে দ্রুততম শতকের নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছেন। এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ ওপেনার বৈভব সূর্যবংশী ২০২৫ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫২ বলে শতক হাঁকিয়েছিলেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) হারারেতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান। জিম্বাবুয়ের ইনিংস মাত্র ৪৪.৪ ওভারে ১৫৮ রানে অলআউট হয়ে যায়। উমর জাইব ২০ রানে ৪ উইকেট নেন। পাকিস্তানের ব্যাটসম্যানরা লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬.২ ওভারে জয় নিশ্চিত করেন।
সামির মিনহাস শুরুতেই ঝড় তোলেন এবং ৫১ বলে ১১৪ রান করে আউট হন, ইনিংসে ছিল ১৭টি চার ও ৫টি ছক্কা। ওপেনিং জুটিতে আন্তর্জাতিক ক্রিকেটার আরাফাতের ভাই মোহাম্মদ শায়ান ৩৮ অপরাজিত রানে ছিলেন।
এর আগেও সামির আলোচনায় এসেছিলেন। গত মাসে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ৭১ বলের সেঞ্চুরি করেছেন, এবং চলতি ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৭ বলের শতক হাঁকিয়েছিলেন। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে বড় বার্তা দিয়েছেন পাকিস্তানের এই তরুণ ব্যাটার।


