ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশে ইসলামের জাগরণ ও জনগণের সাড়া দেখে একটি রাজনৈতিক মহল ভয় ও পরাজয়ের আশঙ্কায় অসংলগ্ন বক্তব্য ছড়াচ্ছে। আল্লাহর রহমতে মানুষের মন ইসলামের পক্ষে তৈরি হওয়ায় বাতিল শক্তির অন্তরে অশান্তি বিরাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে খুলনা নগরের খালিশপুর মুজগুন্নী জামি’আ রশিদীয়া গোয়ালখালী মাদ্রাসায় খুলনা-৩ আসনের হাতপাখা প্রতীকের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘মানুষ ও পরিবেশ ইসলামের পক্ষে প্রস্তুত—এখন আমাদের দায়িত্ব এই ফসল ঘরে তোলা।’
রেজাউল করীম বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করতে ইসলামের ন্যায়নীতির বিকল্প নেই। বিগত সরকার নিজের স্বার্থে দুর্নীতিকে উৎসবে পরিণত করেছিল, যার কারণে আন্তর্জাতিক সূচকে বহুবার বাংলাদেশকে দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’ হতে হয়।
তিনি দাবি করেন, ইসলামি নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি সেক্টরে কোরআনের নীতি-আদর্শ প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ হয়ে উঠবে প্রকৃত ‘মডেল রাষ্ট্র’।
দলীয় কর্মীদের উদ্দেশে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘অন্য দলে গেলে পকেটে টাকা ঢোকে, আর এখানে আমাদের পকেট থেকে খরচ করতে হয়। কিন্তু ওরা ক্ষমতায় গিয়ে জনগণকে ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি করবে। ইসলামের পথে ত্যাগের বিকল্প নেই।’
খুলনা-৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আবদুল আউয়াল সম্পর্কে তিনি বলেন, ‘হিন্দু, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ হাতপাখায় সিল দিতে আগ্রহী। ইসলামী আন্দোলনের প্রতি মানুষের আন্তরিকতা বাড়ছে।’ কর্মীদের উদ্দেশে তিনি খরগোশ-কচ্ছপের উদাহরণ দিয়ে বলেন, বিজয়ী না হওয়া পর্যন্ত সক্রিয় থাকতে হবে।
নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ হাসান ওবায়দুল করীম। সঞ্চালনায় ছিলেন সমন্বয়কারী এস এম হাদিছুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ও খুলনা-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল, কেন্দ্রীয় মহাসচিব ও খুলনা-৪ আসনের প্রার্থী ইউনুছ আহমদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম, মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের প্রার্থী মুফতি আমানুল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সিএ/এএ


