আফগানিস্তানে জনপ্রিয় ব্রিটিশ ড্রামা সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর চরিত্রের মতো পোশাক পরে হাঁটার অভিযোগে চার তরুণকে আটক করে পুনর্বাসন কার্যক্রমে পাঠিয়েছে তালেবান সরকার। অভিযোগ, তারা বিদেশি সংস্কৃতি প্রচারের মাধ্যমে সামাজিক প্রভাব বিস্তার করছিলেন।
পিকি ব্লাইন্ডার্স যুক্তরাজ্যের একটি কল্পিত অপরাধ চক্রকে কেন্দ্র করে নির্মিত ড্রামা সিরিজ। এতে চরিত্রগুলো সাধারণত গাঢ় রঙের থ্রি-পিস টুইড স্যুট, সাদা শার্ট, লম্বা ওভারকোট এবং চোখ ঢেকে রাখা ফ্ল্যাট ক্যাপ পরে থাকে—যা সিরিজটির অন্যতম বৈশিষ্ট্য।
তালেবান সরকারের নৈতিক উন্নয়ন ও অনৈতিকতা প্রতিরোধ মন্ত্রণালয় জানায়, আটক চার তরুণ দক্ষিণাঞ্চলীয় হেরাত প্রদেশের জিবরাইল এলাকার বাসিন্দা। তারা সিরিজটির চরিত্রের মতো সাজগোজ করে রাস্তায় হাঁটার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর বিদেশি সংস্কৃতি প্রচারের অভিযোগে তাদের আটকের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ উর ইসলাম খাইবার সামাজিক মাধ্যমে জানান, তরুণদের বয়স ২০-এর ঘরে এবং তারা বিদেশি সংস্কৃতি অনুকরণে উৎসাহ দিচ্ছিল। তাদের আটক করে পরে পুনর্বাসন কার্যক্রমে নেওয়া হয়েছে।
তবে পরে সিবিএস নিউজকে দেওয়া বক্তব্যে খাইবার বলেন, চার তরুণকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি। তাদের ডেকে পরামর্শ দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, তারা যে পোশাক পরেছিল, তাতে কোনো আফগান পরিচয় নেই। তিনি আরও বলেন, “আমরা মুসলিম; আমাদের উচিত ধার্মিক পূর্বসূরিদের অনুসরণ করা।”
আসগর হুসাইনাই, জলিল ইয়াকুবি, আশোরে আকবারি ও দাউদ রাসা—এই চার বন্ধু সম্প্রতি সিরিজটির পোশাক পরে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটার ভিডিও ধারণ করেন। ভিডিওটি স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত জনপ্রিয়তা পায়। এর পরই তালেবান কর্তৃপক্ষ তাদের আটক করে।
সিএ/এএ


