তারুণ্যের স্পন্দনে লিখি আগামীর গল্প—এই প্রতিপাদ্যকে ধারণ করে একঝাক তরুণ প্রাণের আহ্বান করছে দেশের প্রথম তারুণ্যনির্ভর টেলিভিশন “চ্যানেল আগামী”। পরিবর্তনের অঙ্গীকার, সৃজনশীলতার ছোঁয়া এবং নতুন দিগন্তের প্রত্যাশায় এগিয়ে আসছে এই প্রজন্মের কণ্ঠস্বর। তাদের চোখে দেখা এক আলোকিত বাংলাদেশ তথা তারুণ্যনির্ভর নতুন এক বিশ্ব গড়ার প্রত্যয়ে চ্যানেল আগামী শুরু করেছে তারুণ্যের এই অভিযাত্রা। সৃজনশীলতা, অনুপ্রেরণার শক্তি ও সাহসী কণ্ঠে গড়ে উঠবে সংবাদমাধ্যমের নতুন দিগন্ত—যেখানে প্রতিটি শব্দ হবে সম্ভাবনার প্রতিচ্ছবি, প্রতিটি প্রতিবেদন হবে পরিবর্তনের ভাষা। এই বিশ্বাস থেকেই চ্যানেল আগামী আহ্বান জানাচ্ছে স্বপ্নবাজ তরুণদের।
দেশজুড়ে সকল বিভাগীয় ব্যুরো প্রধান, জেলা ও উপজেলা প্রতিনিধি, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস প্রতিনিধি এবং স্কুল অ্যাম্বাসেডর হিসেবে আহ্বান করছে চ্যানেল আগামী। তরুণ প্রজন্মের মেধা ও উদ্যমকে কাজে লাগিয়ে সংবাদকে আধুনিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতেই এই উদ্যোগ। চ্যানেল আগামী বিশ্বাস করে প্রতিটি সদস্য হয়ে উঠবে নতুন প্রজন্মের সমাজ ও বিশ্ব পরিবর্তনের অংশীদার ।
যোগ্যতা: চ্যানেল আগামী প্রত্যাশা করে পরিশ্রমী, সৎ, উদ্যমী, মেধাবী ও দায়িত্বশীল একদল তরুণ প্রাণের অংশগ্রহণ। সাংবাদিকতা বা গণমাধ্যমে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। সাবলীল বাংলায় কথা বলার ও লেখার দক্ষতা থাকতে হবে। যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে কাজ করার মানসিকতা অপরিহার্য। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ পরিচালনা, শুদ্ধ উচ্চারণ, ক্যামেরা ফ্রেন্ডলি স্মার্ট বাচনভঙ্গি, স্ক্রিপ্ট রাইটিং ও স্টোরি টেলিংয়ে দক্ষতা থাকতে হবে।
মোবাইল জার্নালিজম (মোজো), ভিডিও সম্পাদনা ও ক্যামেরা পরিচালনায় পারদর্শিতা থাকলে বিশেষ অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচিত হবে। চ্যানেল আগামী বিশ্বাস করে—সংবাদ কেবল তথ্য নয়, এটি সমাজ এবং বিশ্ব পরিবর্তনের হাতিয়ার। তারুণ্যের প্রভায় প্রজ্জলিত এক পৃথিবী গঠনের অংশীদারত্বের অপেক্ষায় চ্যানেল আগামী।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে ভিজিট করতে হবে channelagami.com/careers
আবেদনের শেষ সময়: ২৫শে নভেম্বর, ২০২৫।
সিএ/এমআরএফ


