বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এবার ঘটতে যাচ্ছে এক অভিনব পরিবর্তন—প্রথম শ্রেণির টুর্নামেন্ট বিসিএলে অংশ নিতে যাচ্ছে একটি বিদেশি দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম খান জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিসিএলে আফগানিস্তান বা শ্রীলঙ্কার একটি দল অংশ নিতে পারে। সেটি হতে পারে ঐ দেশের “এ” দল বা প্রথম শ্রেণির দল। তবে শ্রীলঙ্কার ঘরোয়া মৌসুম ওই সময় চলমান থাকায় আফগানিস্তানের দলের অংশগ্রহণের সম্ভাবনাই বেশি।
বিসিএল শুরু হয়েছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট হিসেবে। বর্তমানে বিসিবি চারটি দলই পরিচালনা করছে। এবার চারটি দলের একটি বাদ দিয়ে তিনটি ঘরোয়া দল গঠন করা হবে, এবং চতুর্থ দল হিসেবে অংশ নেবে বিদেশি দল।
এদিকে ঘরোয়া ক্রিকেটের আরেক প্রথম শ্রেণির আসর, জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হতে পারে ১৫ অক্টোবর থেকে। তার আগেই ১৪ সেপ্টেম্বর শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি আসর, যার সম্ভাব্য ভেন্যু চট্টগ্রাম, ঢাকা বা সিলেট।
আকরাম খান বলেন, “বিপিএলের আগে এই টুর্নামেন্টে ক্রিকেটাররা ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পাবে এবং ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় নির্বাচনেও সুবিধা পাবে।”
এনসিএলে বিদেশি ক্রিকেটার খেলার নিয়ম থাকলেও বাস্তবে তা প্রয়োগ হয় না। কারণ ম্যাচ ফি ছাড়া অন্য কোনো সুবিধা না থাকায় বিদেশিরা এতে অংশ নিতে আগ্রহী হন না। ২০১৩-১৪ মৌসুমের পর থেকে এনসিএলে আর কোনো বিদেশি ক্রিকেটার খেলেননি।
তবে বিসিবি যদি বিদেশি ক্রিকেটার খেলা বাধ্যতামূলক করে, তাহলে আবার জাতীয় লিগে বিদেশিদের অংশগ্রহণ দেখা যেতে পারে।
সবমিলিয়ে এবারের ঘরোয়া মৌসুমে বিদেশি দল ও টি–টোয়েন্টি আয়োজন ঘিরে তৈরি হচ্ছে বাড়তি উত্তেজনা। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক সূচি ঘোষণার।