মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রংপুর রাইডার্স ১১ রানে জয় লাভ করে ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে এবং প্লে-অফ নিশ্চিত করেছে। এই হারের ফলে ঢাকা লিগ পর্ব থেকেই ছিটকে গেছে।
প্রথমে ব্যাট করে রংপুর ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে। ডেভিড ম্যালান করেন ৭৮ রান, আর তাওহিদ হৃদয় করেন ৬২ রান। দুজন মিলে গড়েন ১২৬ রানের ওপেনিং জুটি, যা এবারের বিপিএলে ওপেনিংয়ে সর্বোচ্চ। ঢাকার হয়ে সাইফউদ্দিন নেন ২ উইকেট খরচ করে ৩৩ রান।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালস শুরুটা ভালো করেছিল। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে দলটির ধারা ভেঙে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে তারা ৭ উইকেটে ১৭০ রান করতে পারে। সাইফউদ্দিন অপরাজিত থাকেন ৫৮ রানে। উসমান খান করেন ৩১ রান, আর অধিনায়ক মিঠুন করেন ২৫ রান।
৯৯ রানে ছয় উইকেট হারানোর পর সাইফউদ্দিন ও ইমাদ ওয়াসিম যোগ করেন ৪৮ রান, যা ছিল ঢাকার সবচেয়ে বড় জুটি। শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান। উনিশতম ওভারে মোস্তাফিজ মাত্র ৪ রান দেন এবং ইমাদকে আউট করেন। তখনই ম্যাচ রংপুরের নিয়ন্ত্রণে চলে আসে।
শেষ ওভারে রাকিবুল হাসানের বলে সাইফউদ্দিন তিনটি ছক্কা মারলেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। ঢাকার স্বপ্ন সেখানেই শেষ হয়।
এই জয়ের ফলে ৯ ম্যাচে রংপুরের পয়েন্ট দাঁড়ায় ১০। ঢাকার পয়েন্ট থাকে ৪। দুই দলের একটি করে ম্যাচ বাকি থাকলেও সমীকরণ শেষ। আগেই প্লে-অফ নিশ্চিত করেছিল চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। চতুর্থ দল হিসেবে প্লে-অফে যোগ দেয় রংপুর রাইডার্স। ম্যাচ সেরা হন ডেভিড ম্যালান।
সিএ/এসএ


