বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপ বাছাইপর্বে কোনো সম্ভাবনা না থাকলেও তাদের সামনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাটিতে খেলবেন হামজা চৌধুরী ও শমিত রহমানরা। এই ম্যাচের আগে বাফুফে তাদের হোম প্রীতি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল, কিন্তু এবারও শক্ত প্রতিপক্ষ পায়নি।
জাতীয় দলের প্রীতি ম্যাচের জন্য বাফুফে কম্বোডিয়া বা পূর্ব তিমুরকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেবার পরিকল্পনা করছে। ফিফা র্যাঙ্কিংয়ে কম্বোডিয়া (১৭৯) বাংলাদেশের (১৮০) চেয়ে সামান্য এগিয়ে, আর পূর্ব তিমুরের অবস্থান ১৯৮। প্রতি বছর বাফুফে আশা প্রকাশ করে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ আয়োজনের, তবে বাস্তবে তা সবসময় সম্ভব হয় না।
আজ (১৭ জানুয়ারি) বাফুফে ভবনে জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল অনুপস্থিত ছিলেন। সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, ‘২০ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং এটি সিলেটে হতে পারে। ক্যাম্পের স্থান চূড়ান্ত করবেন কোচ হাভিয়ের কাবরেরা।’
সিলেটে ম্যাচ আয়োজনের পেছনে মূল কারণ হামজা চৌধুরী। তার পৈতৃক নিবাস সিলেট হওয়ায় বাফুফে দীর্ঘদিন ধরেই তাকে ঘরের মাঠে খেলাতে চেয়েছে। যদিও সিলেট জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে কিছু সংশয় আছে, তবুও কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘এক মাসে অনেক কাজ করা সম্ভব। আমরা চেষ্টা করে দেখব।’
জাতীয় দল কমিটির পরই পেশাদার লিগ কমিটির সভা অনুষ্ঠিত হয়। তারা আগামী মে মাসে স্বাধীনতা কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এবার ১৬ দল টুর্নামেন্টে অংশ নেবে। লিগের ১০ দলের বাইরে থাকবে তিনটি সার্ভিসেস দল এবং জেলা চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল। কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানান, ‘১৬ দল নিয়ে চার ভেন্যুতে খেলা হবে।’
সিএ/এসএ


