সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে বুধবার (৭ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছেছে বার্সেলোনা। ম্যাচে প্রথমার্ধের মাত্র ১৬ মিনিটের মধ্যে ৪ গোল করে আধিপত্য স্থাপন করে কাতালানরা।
গোলরেখা:
রাফায়েল রাফিনিয়া – জোড়া গোল
ফেররান তোরেস – ১ গোল
ফারমিন লোপেজ – ১ গোল
রুনি বার্ধগি – ১ গোল
ম্যাচ পরিসংখ্যান:
বার্সেলোনা বলের ৮০% পজিশন ধরে রাখে এবং ১৪টি শট নেয়, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে।
বিলবাও ২০% বল পজিশন ধরে রেখে ৯ শট নিলে ৪টি ছিল লক্ষ্যে।
বার্সেলোনা প্রথম কোনো দল হিসেবে সুপার কাপ সেমির প্রথমার্ধেই চারটি গোল করে ইতিহাস গড়েছে।
প্রথম গোল আসে ২১ মিনিটে ফেররান তোরেসের। এরপর মাত্র ৯ মিনিটের ব্যবধানে রাফিনিয়া ও লোপেজের গোল দিয়ে লিড দ্বিগুণ হয়। ৩৪ ও ৩৮ মিনিটে আরও দুটি গোল আসে বার্ধগির সহায়তায়। বিরতির পর ৫২ মিনিটে রাফিনিয়া পঞ্চম গোল নিশ্চিত করেন।
ফলাফল:
বার্সেলোনা ৫ – ০ বিলবাও
ফাইনালে উঠেছে স্প্যানিশ সুপার কাপ জয়ের জন্য
দ্বিতীয় সেমিফাইনালে আজ রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে।
বার্সার এই বড় জয় তাদের চলতি মৌসুমে লা লিগায় ৯ ম্যাচ জয় ধারাকে মজবুত করেছে এবং প্রথম শিরোপা জয়ের দিকেও এগিয়ে দিয়েছে।
সিএ/এসএ


