ফুটবল মাঠে খেলোয়াড়দের মধ্যে ধস্তাধস্তি স্বাভাবিক হলেও বলিভিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে রেকর্ড ভাঙা ঘটনা ঘটেছে। রিয়াল অরুরো ও ব্লুমিংয়ের ম্যাচে রেফারি মোট ১৭টি লাল কার্ড দেখান, যা ইতোমধ্যেই বিতর্কিত ও স্মরণীয় হিসেবে ইতিহাসে যুক্ত হয়েছে।
অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী, খেলোয়াড় ও স্টাফসহ ব্লুমিংয়ের ১০ জন এবং অরুরোর ৭ জন লাল কার্ড পান। দুই লেগের ম্যাচ শেষ হয় ২-২ গোলে ড্রতে। তবে দুই লেগের অগ্রগামিতায় ৪-৩ গোলে সেমিফাইনাল নিশ্চিত করে ব্লুমিং। শেষ বাঁশি বাজার পর অরুরোর খেলোয়াড়রা হতাশা থেকে হাতাহাতিতে লিপ্ত হন।
ম্যাচের শেষ মুহূর্তে রেফারির বাঁশি সাথে সাথে মাঠে রণক্ষেত্রের চিত্র দেখা যায়। খেলোয়াড়, কোচ ও স্টাফরা একে অপরের সঙ্গে মারামারি শুরু করেন। অরুরোর খেলোয়াড় সেবাস্তিয়ান জেবালোস প্রথমে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করেন। তার সতীর্থ জুলিও ভিলাওও মারামারিতে যোগ দেন। অরুরোর কোচ মার্সেলো রবলেদো বসে থাকেননি, তিনি সরাসরি ব্লুমিং কোচের ওপর চড়াও হন।
মাঠে ঘুষি-মার, ধাক্কাধাক্কি ও মাটিতে ফেলে লাথি দেওয়া কার্যক্রম চলতে থাকে। কয়েকজন খেলোয়াড় আহত হন। বিশেষ করে ব্লুমিং কোচিং স্টাফদের একজনের চোয়াল ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে।
বলিভিয়ান মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্পোর্টস ডিসিপ্লিনারি কোর্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সিএ/এমআরএফ


