সৌদি প্রো লিগে এক নাটকীয় ম্যাচে আল-নাসরকে জয় এনে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে রোনালদোর শেষ মিনিটের পেনাল্টি গোল দলের ড্রয়ের দিকে থাকা পরিস্থিতি পাল্টে দেয়। কিংস কাপ থেকে আল-ইত্তিহাদের কাছে পরাজয়ের পর দলের জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ জয়। এই জয়ে আল-নাসর টানা সাত ম্যাচে সাত জয় তুলে শীর্ষে অপ্রতিরোধ্য অবস্থানে আছে।
ম্যাচের শুরু থেকেই স্বাগতিকরা আক্রমণাত্মক খেলায় এগিয়ে থাকে। ষষ্ঠ মিনিটে জোয়াও ফেলিক্সের শট বার ছুঁয়ে বের হলেও ২৫ মিনিটে আল-ফাইহা পেছনের ফাঁক কাজে লাগিয়ে গোল করে। জেসন ঠান্ডা মাথায় বল জালে জড়ান, ফলে আল-নাসর পিছিয়ে পড়ে।
তবে রোনালদো হাল ছাড়েননি। সহ-খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে চিৎকার করছিলেন এবং মাঠে ছুটে বেড়াচ্ছিলেন। ৩২ মিনিটে কোমানের গোল বাতিল হলেও, ৩৭ মিনিটে ফেলিক্সের দারুণ থ্রু পাসে রোনালদো নিখুঁত ফিনিশে স্কোরলাইন সমান করেন, ১-১ এ।
দ্বিতীয়ার্ধে রোনালদো একাধিক সুযোগ তৈরি করেন। দুইটি শট বাইরে যায়, আর ফেলিক্সের দূরপাল্লার শট গোলরক্ষক মস্কেরা রুখে দেন। ইনজুরি টাইমে ভিএআর চেকের পর আল-নাসর পায় পেনাল্টি। স্টেডিয়াম নিঃশব্দ হয়ে যায়, সবাই জানে কিকটি কে নেবে। রোনালদো পরিচিত ভঙ্গিতে ডান কোণে শক্তিশালী শট নেন—গোল! গ্যালারি উল্লাসে ফেটে পড়ে।
এই জোড়া গোলের ফলে রোনালদোর লিগে গোল সংখ্যা দাঁড়ালো সাতটি, আর ২০২৫ সালের সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ৩৫। ১০০০ গোলের মাইলফলক থেকে এখন তিনি মাত্র ৪৮ গোল দূরে।
সিএ/এমআর


