ভক্তদের জন্য সুখবর দিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। চলতি মৌসুমে অনেক তারকা খেলোয়াড় অবসরে গেলেও মেসি জানিয়ে দিয়েছেন, তিনি এখনও থামছেন না। ইন্টার মায়ামির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করে তিনি নিশ্চিত করেছেন—ফুটবলে তাঁর যাত্রা চলছে আরও কিছুদিন।
আগের চুক্তির মেয়াদ শেষ হচ্ছিল ২০২৫ সালের শেষে। নতুন চুক্তির ফলে ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা এখনই অবসর ভাবনায় যাচ্ছেন না। বরং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নতুন সাফল্য জয়ের এবং ২০২৬ বিশ্বকাপে খেলার। এতে ফুটবল ইতিহাসে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি—যা হবে এক অনন্য রেকর্ড।
ইন্টার মায়ামি জানায়, মেসির নতুন চুক্তি বছরভিত্তিক নবায়নযোগ্য। যতদিন তিনি শারীরিকভাবে প্রস্তুত ও আগ্রহী থাকবেন, ততদিন মাঠে দেখা যাবে তাকে। চুক্তির মেয়াদ ও শেষ সময় নির্ধারণ করবেন স্বয়ং মেসি নিজেই।
শুধু খেলোয়াড় হিসেবেই নয়, মেসি ক্লাবের অংশীদারও। প্রথম চুক্তিতেই তাকে শেয়ারহোল্ডার করা হয়, ফলে ভবিষ্যতে প্রশাসনিক দায়িত্বেও ইন্টার মায়ামির সঙ্গে যুক্ত থাকার সুযোগ থাকছে তার জন্য।
এমএলএসে এখনো শিরোপা জেতেননি মেসি, তবে গত মৌসুমে ক্লাবটি জিতেছিল সাপোর্টার্স শিল্ড। তাঁর পরবর্তী লক্ষ্য—লিগ শিরোপা জয়, কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে সাফল্য অর্জন, এবং ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে আবারও নেতৃত্ব দেওয়া।
চুক্তি নবায়নের পর নতুন উদ্যমে মাঠে ফিরেছেন মেসি। তাঁর বার্তা স্পষ্ট—শেষটা এখনো আসেনি।
সিএ/এমআর


