সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে রিয়াদ মাহরেজের আলজেরিয়া। এর মধ্য দিয়ে আফ্রিকা মহাদেশ থেকে এখন পর্যন্ত চারটি দেশ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। অন্যদিকে সর্বশেষ ২৪ ঘণ্টার মধ্যে টুর্নামেন্টের মূলপর্বে জায়গা করে নেওয়া দ্বিতীয় আফ্রিকান দল এটি।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়ার পক্ষে মাত্র ৭ মিনিটে গোলের সূচনা করেন মোহাম্মদ এল আমিন আমৌরা। ১৯ মিনিটে গোল করেন তারকা ফরোয়ার্ড মাহরেজ। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন আমৌরা। ফলে বাছাইয়ে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে আলজেরিয়া।
১২ বছর পর আবারও বিশ্বকাপে ফিরছে মাহরেজের দল। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে খেলেছিল তারা, যেখানে শেষ ষোলোতে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল। এ পর্যন্ত চারবার বিশ্বকাপে অংশ নিয়েছে আলজেরিয়া।
একদিন আগেই মিসর নিশ্চিত করেছে তাদের বিশ্বকাপ টিকিট। কাসাব্লাংকায় জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ করেছিলেন জোড়া গোল। ১৯৩৪ সালে প্রথম বিশ্বকাপে খেলা মিসর এবার চতুর্থবারের মতো বিশ্বকাপে উঠল।
আলজেরিয়া ২০তম দল হিসেবে জায়গা পেল ২০২৬ বিশ্বকাপে। টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এবং এতে রেকর্ড ৪৮ দল অংশ নেবে। স্বাগতিক হিসেবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো আগেই নিশ্চিত। বাকি দলগুলো উঠবে বাছাইপর্ব ও ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ থেকে।
এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা ২০ দল
কনক্যাকাফ (উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান)
কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক), যুক্তরাষ্ট্র (স্বাগতিক)
কনমেবল (দক্ষিণ আমেরিকা)
আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে
এএফসি (এশিয়া)
অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান
সিএএফ (আফ্রিকা)
মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া
ওএফসি (ওশেনিয়া)
নিউজিল্যান্ড
উয়েফা (ইউরোপ)
বাছাইপর্ব চলছে (১৬ দল উঠবে)
সিএ/এমআর