কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে হেরে শেষটা সুখকর না হলেও আগেই ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে রেখেছিল লিওনেল স্কালোনির দল। এখন বিশ্বকাপের প্রস্তুতিতে প্রীতি ম্যাচ দিয়ে দলকে ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা করছে আলবিসেলেস্তারা।
এর অংশ হিসেবে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ১১ অক্টোবর সকালে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৪ অক্টোবর ভোরে পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।
এই দুটি ম্যাচ সামনে রেখে শুক্রবার ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ স্কালোনি। এ দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তিনজন—গোলকিপার ফাকুন্দো কাম্বেসেস, ডিফেন্ডার লওতারো রিভেরো ও মিডফিল্ডার আনিবাল মোরেনো। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন মার্কোস সেনেসি। নিষেধাজ্ঞা শেষে ফিরেছেন এনসো ফের্নান্দেস। স্বভাবতই দলে আছেন লিওনেল মেসি।
২৮ বছর বয়সী কাম্বেসেস খেলছেন আর্জেন্টিনার রেসিং ক্লাবে, যেখানে তিনি গ্যাব্রিয়েল আরিয়াসকে সরিয়ে এক নম্বর গোলকিপারের জায়গা পোক্ত করেছেন। ২১ বছর বয়সী রিভেরো রিভার প্লেতের সেন্টার ব্যাকে দারুণ পারফরম্যান্স করে ডাক পেয়েছেন জাতীয় দলে। ২৬ বছর বয়সী মোরেনো বর্তমানে ব্রাজিলের পালমেইরাসে খেলে মধ্যমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন।
বোর্নমাউথের ডিফেন্ডার সেনেসি ২০২২ সালে এস্তোনিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলার পর এবার আবার জাতীয় দলে ফিরলেন।
প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, ওয়ালতার বেনিতেস, হেরোনিমো রুইয়ি, ফাকুন্দো কাম্বেসেস।
ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দে পল, এনসো ফের্নান্দেস, নিকো পাস, জিওভান্নি লো সেলসো, আলেক্সিস মাকআলিস্তার।
ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লিওনেল মেসি, হুয়ান মানুয়েল লোপেস, হুলিয়ান আলভারেস, লওতারো মার্তিনেস।
সিএ/এমআরএফ