বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশে আইপিএল ম্যাচের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার (৫ জানুয়ারি) এ বিষয়ে সংশ্লিষ্ট টেলিভিশন ও সম্প্রচার মাধ্যমগুলোর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই বাদ দেওয়ার সিদ্ধান্ত দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও পরবর্তী পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও তথ্য শিগগিরই জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র: সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
সিএ/জেএইচ


