আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস রচিত হয়েছে। মাত্র ৭ রান দিয়ে ৮ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েছেন ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে। মিয়ানমারের বিপক্ষে এই অসাধারণ বোলিং পারফরম্যান্স ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে।
আইসিসি সহযোগী দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দেওয়ার পর থেকেই নিয়মিত ভাঙছে রেকর্ডের দেয়াল। তবে সোনাম ইয়েশের এই কীর্তি টি-টোয়েন্টি ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে মিয়ানমারের বিপক্ষে তিনি এই রেকর্ড গড়েন।
ম্যাচে টস জিতে মিয়ানমার ভুটানকে ব্যাটিংয়ে পাঠায়। ওপেনার নামগাং চেজায়ের অর্ধশতকের ওপর ভর করে ভুটান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১২৭ রান। জবাবে ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সোনাম ইয়েশের ঘূর্ণিতে দিশাহারা হয়ে পড়ে মিয়ানমার। পুরো দল গুটিয়ে যায় মাত্র ৪৫ রানে।
ইনিংসের তৃতীয় ওভারে প্রথমবার বোলিংয়ে এসে ইয়েশে ওই ওভারের প্রথম চার বলেই তুলে নেন তিনটি উইকেট। এরপর পঞ্চম ওভারে একটি এবং সপ্তম ও নবম ওভারে দুটি করে উইকেট নিয়ে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৮ উইকেট শিকার করেন তিনি। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসে সর্বোচ্চ ছিল ৭ উইকেট।
এই বড় ব্যবধানে জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি নিশ্চিত করেছে ভুটান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার
- ৮/৭ — সোনাম ইয়েশে (ভুটান) বনাম মিয়ানমার, ২০২৫
- ৭/৮ — সিয়াজরুল ইদ্রুস (মালয়েশিয়া) বনাম চীন, ২০২৩
- ৭/১৯ — আলী দাউদ (বাহরাইন) বনাম ভুটান, ২০২৫
সিএ/জেএইচ


